আজিজুল ইসলামঃ শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্দির বা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হতে পারে এমন আশষ্কায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ঝিকরগাছায় হিন্দুদের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ আগষ্ট) বিকালে ঝিকরগাছা শংকরপুর জামায়াতের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন নেতাকর্মিরা।
এ সময় শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম,সেক্রেটারি ও সাবেক আলহাজ্ব নিছার উদ্দীন,ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাও.আবুল বাসার,সহ সভাপতি কাজী আনোয়ার হুসাইন, সেক্রেটারি মাও. আহসান উল্লাহ জিহাদি, সহকারি সেক্রেটারী মাও. ওমর ফারুক, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসান, জামায়াত নেতা সাজু আহম্মেদ, আলহাজ্ব আনোয়ারুল ইসলামসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াত নেতারা দেশের সর্বস্তরের শান্তি প্রতিষ্ঠা, বিশেষ করে মন্দির-গির্জায় যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের হামলা করতে না পারে এ জন্য সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :