আজিজুল ইসলামঃ যশোরের ঝিকরগাছার নওয়ালী গ্রামে ডাকাতি কালে ফেরদৌসী খাতুন (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে ডাকাতদল। এ সময় ডাকাতরা নিহতের মেয়ে জান্নাতি খাতুন (১০) কে ছুরিকাঘাত করে আহত করে। নিহত ফেরদৌসী খাতুন ঝিকরগাছার নওয়ালী গ্রামের স্পেন প্রবাসি আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয় জানান, ডাকাতদল রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢোকে। এসময় ডাকাতদলের কাউকে ফেরদৌসী খাতুন চিনতে পারায় তার বাম কানের পাশে, ডান হাতের আঙ্গুলে ও বাম বুকে ছুরিকাঘাত করে । এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার মেয়ে জান্নাতি খাতুনকেও ছুরিকাঘাত করে আহত কোরে ডাকাতদল পালিয়ে যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্পেন প্রবাসির স্ত্রীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে সে মারা যায়। একই সাথে তার মেয়েকেও ছুরিকাঘাত করে তারা। আহত অবস্থায় সে চিকিৎসাধীন আছেন। বাড়ি থেকে কোন কিছু খোয়া যায়নি।বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে ।উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইউনিটের একাধিক টিম কাজ করছে।