নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের ঝিকরগাছায় নেশার টাকার জন্য ভাইজি কে হত্যা করেছে প্রতিবেশী পাষণ্ড ফুফু। হত্যার শিকার সাদিয়া (৮) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের বাবু হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও গ্রামবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ও না পেয়ে ঝিকরগাছা থানায় একটি জিডি করেন। পরবর্তীতে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশী ফুফু চম্পার সাথে দেখা গেছে। সন্দেহজনক ভাবে আসামী হিসেবে গ্রামবাসী চম্পাকে রাতেই ঝিকরগাছা থানায় সোপর্দ করেন। এরপর গ্রামবাসী সম্মিলিত ভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে হারুন অর-রশীদের বাঁশ বাগানে মৃত অবস্থায় সাদিয়াকে স্থানীয়রা দেখে থানায় সংবাদ দেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সাদিয়ার মৃতদেহ উদ্ধার করেন।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সাদিয়ার গলায় এবং কানে থাকা স্বর্ণের গহনার লোভে অভিযুক্ত চম্পা ভিকটিমের পরিহিত জামা গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে তাকে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। চম্পার বিরুদ্ধে এর আগে ছোটখাটো চুরির অভিযোগ আছে এবং সে মাদকাসক্ত বলে গ্রামবাসী জানিয়েছেন। চম্পা (২০) একই গ্রামের আনিসুর মোড়লের মেয়ে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধানসহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
আপনার মতামত লিখুন :