
নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের শার্শা উপজেলার গোগা বাজারের শোভা ডেন্টাল কেয়ারে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীর অবৈধ গর্ভপাত ঘটানোর খবরে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
হরিশ্চন্দ্রপুর গ্রামে শারিরীক ও বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছরের এক কিশোরী কে লাগাতার ধর্ষন করে ৬০ বছর বয়সী বৃদ্ধ আবু তালেব। এক পর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ধামাচাপা দিতে শোভা ডেন্টাল কেয়ারের অভ্যান্তরে তার গর্ভপাত ঘটানো হয়। এমনটি অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার গোগা ইউনিয়নের হরিচন্দ্রপুর গ্রামের ধর্ষিতা কিশোরী জন্ম থেকে বুদ্ধি ও শারিরীক প্রতিবন্ধী। সে প্রায়ই প্রতিবেশী আবু তালেবের বাড়িতে যেতো। এ সুযোগে বৃদ্ধ আবু তালেব মিষ্টি খাইয়ে তার সাথে শারিরিক সম্পর্ক গড়ে তোলে। এর ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানান কিশোরীর বাবা। তারা বিচার না করে কিশোরীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে গোগা বাজারের পল্লী চিকিৎসক খায়রুল ইসলামের সহযোগীতায় গোগা বাজারের শোভা ডেন্টাল কেয়ারের রেজা ডাক্তারের স্ত্রী মিনার মাধ্যমে তাকে গর্ভপাত করানো হয়। শোভা ডেন্টাল কেয়ারের অভ্যান্তরে প্রায়শই অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগ রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ঘটনাটি আজ জেনেছি। ভুক্তভোগী পরিবারে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :