
নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোরের কেশবপুরের বর্গা গ্রামে অবস্থিত মের্সাস বিএসবি ব্রীক্সের এর শ্রমিক ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল ওহাব মনু(৬০) নামে এক জনের মৃত্যু হয়েছে ।
থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ২ মার্চ বিকালে কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বর্গা গ্রামের জোহর আলী শেখের পুত্র ওই গ্রামের মের্সাস বিএসবি ব্রীক্সের নিয়মিত শ্রমিক ছিলেন আব্দুল ওহাব মনু। সড়কের পাশে ইট ভাটার একটি ট্রলি মেরামত করছিল। এমন সময়ে আব্দুল হাকিমের ট্রলি এসে তাকে চাপা দিলে সে গুরুতর ভাবে আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তার এসে আব্দুল ওহাবের স্বজনদের জানান তাঁর মৃত্যু হয়েছে।
বিএসবি ব্রীক্সের মালিক আব্দুল হালিম সাংবাদিকদের বলেন আব্দুল ওহাব মনু তার ইট ভাটায় দীর্ঘদিনের নিয়মিত শ্রমিক। ২মার্চ বিকালে সে ভাটার একটি ট্রলী মেরামত করছিল। এমন সময়ে আব্দুল হাকিমের ট্রলী তাকে চাপা দিলে সে গুরুতর ভাবে আহত হয় এবং পরে তা মৃত্যু হয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান তাঁর মৃত্যুর খবরটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :