• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় মৎস্যজীবী দলের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৪, ৯:২৪ অপরাহ্ন / ২৫
ময়মনসিংহের ভালুকায় মৎস্যজীবী দলের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ভালুকাঃ ছাত্র জনতা কর্তৃক স্বৈরাচারী হাসিনা সরকারের পতন, অবৈধ সংসদের বিলুপ্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের দিক নির্দেশনায় ময়মনসিংহের ভালুকায় উপজেলা মৎস্যজীবী দলের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে পাচঁরাস্তা মোড়ে এসে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে অর্জিত বিজয়কে নস্যাৎ করার জন্য দুর্বৃত্তরা দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, মানুষের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। যারা এসব করেছে তারা দুর্বৃত্ত। বিএনপি কিংবা সহযোগী সংগঠনের কেউ এতে জড়িত নন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলেই সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ উজ্জল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর মোহাম্মদ, সাইফুল ইসলাম সহ ভালুকা উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।