• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় বাসা থেকে দুটি মোটর সাইকেল চুরি


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ৪:১০ অপরাহ্ন / ১০
ময়মনসিংহের ভালুকায় বাসা থেকে দুটি মোটর সাইকেল চুরি

মোঃ বাহার মিয়া, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় রাতের আধারে বাসা থেকে দুটি মোটর সাইকেল চুরি হয়েছে। দুঃসাহসিক ওই চুরির ঘটনাটি ঘটে গত রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তরা জামে মসজিদ মহল্লায়।

ভুক্তভোগী অ্যাডভোকেট আবু সাদাত মো. সায়েম জানান, ওই রাতে তার ভাড়াটিয়া বাসায় ১৫০ সিসির পালসার মোটরসাইকেল (রেজি নং ময়মনসিংহ ল-১১-৩৬৪৪) ও একই বাড়ির অন্য ভাড়াটিয়ার ১২৫ সিসির বাজাজ ডিসকভার (রেজি নং ময়মনসিংহ-হ-১৫৭৫৬৫) মোটরসাইকেল চোরেরা চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, চুরি যাওয়া দুটি মোটরসাইকেলের অনুমান মূল্য তিন লাখ ১৩ হাজার ৫শত টাকা।

এ ঘটনায় অ্যাডভোকেট সায়েম ভালুকা মডেল থানায় লিখিত একটি চুরির অভিযোগ করেছেন।

ওসি শামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছেন তিনি। এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন।