• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল


প্রকাশের সময় : মে ১৬, ২০২৫, ১:১৮ অপরাহ্ন / ২৮
ময়মনসিংহের ভালুকায় পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি ও রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করায় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে ভালুকা পৌর ও কলেজ ছাত্রদল। মিছিলটি থানার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানবীর হাসান শান্ত, ভালুকা পৌর ছাত্র দল নেতা তানবীর আহমেদ সাকিব, কলেজ ছাত্রদল নেতা তাহমিদ হাসান হাসিব, পৌর ছাত্রদল নেতা তৌহিদ মোল্লা, ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের আগামীর কর্ণদার শাহরিয়ার হাসান ইমন প্রমুখ। এছাড়াও এ সময় ভালুকা পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।