• ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় তরিকতপন্থিদের ঐক্য পরিষদ গঠন সভাপতি কায়কোবাদ সাধারণ সম্পাদক মজিবুর রহমান


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ৫:০৪ অপরাহ্ন / ১৮
ময়মনসিংহের ভালুকায় তরিকতপন্থিদের ঐক্য পরিষদ গঠন সভাপতি কায়কোবাদ সাধারণ সম্পাদক মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় পাক-পাঞ্জাতন, আহলে বায়াতসহ সকল তরিকতের অনুসারীদের নিয়ে এক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে ভালুকা পশ্চিম বাজারস্থ শাহ আলী দরগা এলাকায় ইফতার পূর্ব এক আলোচনা সভার মাধ্যমে ৪৩ সদস্য বিশিষ্ট ভালুকা উপজেলাধীন মাজার, দরগাহ, দরবার, খানকা ঐক্য পরিষদ নামে ওই কমিটি গঠন করা হয়। এতে ধীতপুর মাইজ ভান্ডারী আস্তানা শরীফের দায়িত্বপ্রাপ্ত খাদেম অ্যাডভোকেট কায়কোবাদ হোসেন মাইজ ভান্ডারীকে সভাপতি ও ভান্ডাব পাক দরবার শরীফের পীর শাহসূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন সম্পর্কে শাহসূফি সৈয়দ মজিবুর রহমান চিশতী (নিজামী) বলেন, তরিকতের অনুসারীরা মাজার, দরগাহ, দরবার ও খানকায় ধর্মীয় কাজ পরিচালনা ও বাৎসরিক ওরশ মাহফিল করতে গিয়ে তারা বিভিন্ন বাধার সম্মুখিন হচ্ছেন। এটি মারিফতের জন্য বিরাট বাধা। বান্দার ইবাদত ও ধর্মীয় কাজ সুন্দর ভাবে যাতে পরিচালনা করতে পারি সেজন্য পাক-পাঞ্জাতন, আহলে বায়াতসহ ভালুকার সকল তরিকতের অনুসারীরা ঐক্য হয়েছেন এবং এই ঐক্য পরিষদ গঠন করেছেন। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিপূর্ণ ভাবে ধর্মীয় কাজ ও ইবাদত করতে চাই। পরে দরগারচালার খাদেম ফজলুল হকের পরিচালনায় মোনাজাত শেষে ইফতারে অংশ নেন সবাই।