• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় টিআই বকুলের বিরুদ্ধে মানববন্ধন 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ৩:৩১ অপরাহ্ন / ৩০
ময়মনসিংহের ভালুকায় টিআই বকুলের বিরুদ্ধে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের টি আই কামরুজ্জামান বকুলের বিরুদ্ধে ঘোষ বানিজ্য ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।

সোমবার রাতে ভালুকা বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা টিআই কামরুজ্জামান বকুলের বদলি সহ শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিকনেতা হানিফ, সুমন সহ অন্যান্যরা। এছাড়াও পরিবহন শ্রমিক, মালিক ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।