
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় সোমবার সন্ধ্যায় ভালুকা বাজারস্থ শ্রমিকদলের অফিসে উপজেলা শ্রমিকলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ দক্ষিণ জেলা শ্রমিক দলের সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলা শ্রমিক দলের বিপ্লবী সহ সভাপতি সেলিম মাহমুদ কাদেরের সভাপতিত্বে এবং ভালুকা উপজেলা শ্রমিক নেতা রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান চৌধুরী মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ন আহবায়ক শাজাহান, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য ফারসিন আলম ঢালী, আলম খান, উপজেলা শ্রমিক নেতা শফিকুল ইসলাম শফিক, শরিফ, মনিরুল ইসলাম, সুমন, উহাব,আব্দুল আলিম, উপজেলা গার্মেন্টস শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ, ৩নং ভরাডোবা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক সোহাগ, ছালাম, জাহাঙ্গীর আলম, বিরুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা শাহিন প্রমুখ। এছাড়াও এসময় শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :