
এসআই বাবু, মেহেরপুরঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টায় টিটিসির মাঠ প্রাঙ্গনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর টিটিসির অধ্যক্ষ মোঃ আরিফ হাসান তালুকদারের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুর’র উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু রায়হান, মেহেরপুর জেলা ক্রীড়া কর্মকতা আরিফ আহম্মেদ, জেলা তথ্য অফিসার আবদুল্লা আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তর কো অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর মতিন, । বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে জেলা ক্রিড়া অফিস বনাম যুব উন্নয়ন অধিদপ্তর,। ফাইনাল ম্যাচে যুব উন্নয়ন অধিদপ্তর ২-১ পয়েন্টে জয়লাভ করে। পরে চ্যাম্পিয়ন দলকে দশ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে পাঁচ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি দেয়া হয়। খেলার ধারা বিবরণীতে ছিলেন মোঃ আমির হোসেন ইন্সট্রাক্টর ( ড্রাইভিং)।
এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন সোহেল রানা ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মোঃ ওয়াহিদুজ্জামান টুটুল ইন্সট্রাক্টর (গার্মেন্টস), জে পি ও মেহফুজ আহমেদ। আরো উপস্হিত ছিলেন ইন্সট্রাক্টর (সিভিল কনস্ট্রাকশন) শিখা খানম, অনুপম হালদার, ইন্সট্রাকটর ( অটোমেকানিক্স) সাজিবুল ইসলাম, মোঃ রজব আলী ইন্সট্রাক্টর ( মেকানিকাল ), কম্পিউটার অপারেটর শিহাব উদ্দীনসহ টিটিসির অন্যান্য ট্রেডের প্রশিক্ষকগণ ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষাণার্থীবৃন্দ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :