• ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ সদরের মাছ বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় আতংকিত জনগণ


প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন / ১১৭
মুন্সীগঞ্জ সদরের মাছ বাজারে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় আতংকিত জনগণ

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জ সদরের শহরস্থ মাছের বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দূর্ঘটনার আশংকায় আশেপাশের লোকজন আতংকিত হয়ে পড়ে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে মাছ বাজারের গলিতে দেওয়ান প্লাজার বিপরীত পাশের খন্দকার হার্ডওয়্যারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে যেতে থাকে আশেপাশের আরও কয়েকটি দোকানে।

খবর পেয়ে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসা মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের ইনচার্জ আবু ইউসুফ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে তাদের ইউনিট। বাজারের পাশের একটি পুকুর থেকে পানির ব্যবস্থা করতে পারায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে জানান তিনি।

হার্ডওয়্যারের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় হয়নি।