• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে বাংলাবাজার শিক্ষার্থী সংসদের নির্বাচন ঘোষণা


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ২:০১ অপরাহ্ন / ১৪৪
মুন্সীগঞ্জে বাংলাবাজার শিক্ষার্থী সংসদের নির্বাচন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষানুরাগী, স্বেচ্ছাসেবী ও মানবিক প্রতিষ্ঠান বাংলাবাজার শিক্ষার্থী সংসদ মুন্সিগঞ্জ এর নির্বাচন কমিশন ২০২৪ যথাযথ মূল্যায়নে অনুমোদন করা হলো ও ঘোষণা করা হলো। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী সংসদের সাধারণ নির্বাচন, উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদ গঠন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই নির্বাচন কমিশন ২০২৪’ অনুমোদন করে ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন কমিশন ২০২৪ বাংলাবাজার শিক্ষার্থী সংসদ মুন্সিগঞ্জ এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার (বিএসসি) মোহাম্মদ মোহসীন, সহকারী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ফাতেমা আক্তার এম.কম (হিঃবিঃ), সহকারী প্রধান নির্বাচন কমিশনার এইচ আর শাহরিয়ার হাবীব বিবিএ ১ম শ্রেণি, এমবিএ (ব্যবস্থাপনা), ১ম শ্রেণি , এলএল.বি,
সহকারী নির্বাচন কমিশনারবিবিএস (পাস) অধ্যায়নরত মোঃ নয়ন হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার
মোঃ মহিউদ্দিন মাহিন এমবিএ (হিঃ বিঃ) নাম অনুমোদন ও ঘোষনা করা হয়। বাংলাবাজার শিক্ষার্থী সংসদ মূলত মানবিক, সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।