• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদ এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সম্মাননা প্রদান


প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন / ৭৯
মুন্সীগঞ্জে বাংলাদেশ মহিলা পরিষদ এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সম্মাননা প্রদান

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ বাংলাদেশ মহিলা পরিষদ এর ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগন্জ জেলা শাখা এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার ( ৭ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিক্ষানুরাগী, নারী নেত্রী খালেদা খানম।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা করেন সহ-সভাপতি মোরশেদা বেগম লিপি,সেলী খানম,সাধারণ সম্পাদক সালমা আক্তার, সহসম্পাদক নাজমা আক্তার ময়না, সাংগঠনিক সম্পাদক নাসরিন জাহান সাকি, আন্দোলন সম্পাদক ফরিদা পারভীন, প্রশিক্ষণ সম্পাদক রাজকুমারী মুখার্জি, লিগ্যাল এইড সম্পাদক এড সুলতানা আক্তার বিউটি, সদস্য আছিয়া বেগম, তাপসি রাবেয়া।
আলোচনা সভা শেষে সম্মাননা প্রদান করা হয় ফ্রান্স প্রবাসী একসময়ের দক্ষ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম বেবিকে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সভাপতি হামিদা খাতুন। অনুষ্ঠানে তানিয়া ইসলামের আবৃত্তি এবং খালেদা খানমের নেতৃত্বে দলীয় সংগীত পরিবেশন করা হয়।