শাহনাজ হীরা, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্ম দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল দশটায় মুন্সিগঞ্জ জেলা শিশু একাডেমী মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা মুন্সিগঞ্জ শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহুরা জামান, সাংগঠনিক সম্পাদক রোকেয়া ইসলাম, সদস্য আছিয়া খাতুন, জেলা মহিলা সংস্থা মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, এড. বকুল সহ আরো অনেকে।
আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা মুন্সীগঞ্জ শাখার চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী।
এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি ২১ বার আঘাত প্রাপ্ত হয়েছেন তারপরও তিনি দমে যাননি। ২০৪১ সালের মধ্যে তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
আলোচনা অনুষ্ঠান শেষে কেক কেটে শিশুদের মুখে তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিশু একাডেমির শিল্পীবৃন্দ।
আপনার মতামত লিখুন :