মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ পূর্বশত্রুতার জের ধরে মুন্সীগঞ্জে নুরুল হক দেওয়ান নামের একজনকে পিটি গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে শহরের উপকন্ঠ পশ্চিম মোক্তারপুর এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নুরুল হক দেওয়ান বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনায় আহত নুরুল হক দেওয়ান জানান,দুপুরে পশ্চিম মোক্তারপুরের দেওয়ান কোল্ড স্টোরেজের সামনে মাছ কিনতে গেলে এলাকার জাহাঙ্গির হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমাকে এলোপাথারি ভাবে মারধরে করে শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। পরে আস পাসের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি আরো বলেন গত এক বছর আগে হামলাকারীর বাড়ি থেকে চাষকৃত অবস্থায় গাজা গাছসহ তার ভাই জুম্মন তার চাচতো ভাই রহিম বাদশা ও তার ভাগীনা লিটনকে গ্রফতার করে পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে এর আগেও আমার উপর অর্তকিত হামলা চালানো হয়।
এব্যাপরে সদর থানা ওসি মোঃ তারেকুজ্জামান তারেক বলেন মারধরে বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :