শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার ‘ স্লোগানকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধনের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাচারি চত্বর হয়ে পতাকা একাত্তর ঘুরে বঙ্গবন্ধু রোড প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলায় ফিতা কেটে বেলুন ও উড়িয়ে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক মোঃ আবু জাফর রিপন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, এল জিইডি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম মোল্লা ,মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান, মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মীরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালাম।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় মুন্সীগঞ্জের ৯টি ইউনিয়ন, দুইটি পৌরসভা, এলজিইডি, জেলা পরিষদসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে মোট ১৪টি স্টল নিয়ে দিনব্যাপী সেবাগ্রহীতারা স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।
মেলায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ সহ আরো অনেকে। মেলা আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :