নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে এ. কে. মেমোরিয়াল স্কুলে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ. কে. মেমোরিয়াল স্কুলের আয়োজনে রবিবার সকাল ১১টায় জেলার সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর এলাকায় ৫ম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশন থেকে আগত প্রধান অতিথিদের বিভিন্ন স্কুল থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত স্কুলের প্রধান শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এ.কে মেমোরিয়াল স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা।
এ. কে. মেমোরিয়াল স্কুলের সভাপতি মোঃ ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জি.এইচ. মোঃ ফারুক, এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মজিবুর রহমান।
এ. কে. মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ গোলাম হোসেন, এ. কে. মেমোরিয়ালের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি এম.এ. বাসার, ডিকেজিএ সহ-সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম, ডিকেজিএ সহ-সভাপতি মোঃ নূরুল আমীন।
ঢাকা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-আঞ্চলিক প্রতিনিধি, মুন্সিগঞ্জ মোঃ ইব্রাহীম হোসেন, পরিচালক ও প্রধান শিক্ষিকা হাসিনা প্রি-ক্যাডেট একাডেমী মোসাঃ তানিয়া আক্তার, পরিচালক এ্যাডভান্সড ল্যাবরেটরি স্কুল শাকিল আহমেদ মুনতাসীর, প্রধান শিক্ষক পরিভানু কিন্ডারগার্টেন মোঃ সোহেল রানা।
প্রধান শিক্ষক বিক্রমপুর এজিএম স্কুল মোঃ কাইয়ুম আহমেদ, প্রধান শিক্ষক ইউনিক স্কুল মোঃ জাহিদ হাসান, প্রধান শিক্ষক মাতৃছায়া কিন্ডারগার্টেন মোঃ সাগর, শিক্ষা সচিব ডিকেজিএ জুলফিকার রফিকুল ইসলাম, অর্থ-সচিব, ডিকেজিএ মোঃ ছায়েদুর রহমান, যুগ্ম মহাসচিব ডিকেজিএ মোঃ জাকির হোসেন (রানা), দপ্তর সচিব ডিকেজিএ মোঃ আমিনুর রহমান।
কার্যনির্বাহী সদস্য, ডিকেজি মেহমুদ আলম, প্রধান শিক্ষক, চাইল্ড ফেয়ার প্রি-ক্যাডের একাডেমী মোঃ মহিবুল মোল্লা, প্রধান শিক্ষিকা হাজী সাহেব আলী কিন্ডারগার্টেন মোসাঃ সীমা আক্তার।
পরিচালক কানাইনগর প্রি-ক্যাডেট একাডেমী মোসাঃ শাকিলা আক্তার, প্রধান শিক্ষিকা এ্যাডভান্সড ল্যাবরেটরি স্কুল মোসাঃ শিরিন সুলতানাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :