নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে ৫’শ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাজাসহ জয় (২৬) ও জাহিদ খান (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পালিয়ে যায় অপর মাদক ব্যবসায়ী শান্ত।
আটককৃত মাদক ব্যবসায়ী জয় নৈদিঘিরপাথর এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং জাহিদ খান টেঙ্গর এলাকার সনেটের বাড়ির ভাড়াটিয়া জাকির খানের ছেলে।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জয়ের বড় ভাই শান্ত (৩১) পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় নিয়মিত মামলার রুজু করে বুধবার সকালে আদালতের প্রেরণ করা হয়েছে।
মাদক বিক্রেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের (ওসি) মোঃ ফখরুদ্দিন ভূইয়া জানান, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন দুই ভাই শান্ত, জয় ও তাদের পাটনার জাহিদ খান।
পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫’শ পিস ইয়াবা ও ৫’শ গ্রাম গাজাসহ দুই জনকে আটক করা হয়। এ সময় শান্ত নামের অপর মাদক ব্যবাসী পালিয়ে যেতে সক্ষম হয় । তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :