• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জে আ’লীগ নেতা মাহতাবউদ্দিন কল্লোলের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৯:৪৫ অপরাহ্ন / ১১৯
মুন্সীগঞ্জে আ’লীগ নেতা মাহতাবউদ্দিন কল্লোলের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জে শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ত্যাগী নেতা এস এম মাহতাব উদ্দিন কল্লোলের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার মুন্সীগঞ্জস্থ সুপার মার্কেট চত্বরে নানা আয়োজনের মধ্যদিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন করা হয়।

বিকেল ৪ টার দিকে মাহতাব উদ্দিন কল্লোল তার নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করে। আনন্দ শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে সুপার মার্কেট চত্বরে এসে জমায়েত হয়। বাদ্য বাজনাসহ শোভযাত্রায় অংশ নেন বিভিন্নযুব মহিলা লীগসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত নেতা কর্মীবৃন্দ।

এ সময় নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগানে মুখর করে তোলেন।
পরে আগত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জে শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা আসাদুজ্জামান সুমন, যুব মহিলা লীগের সভাপতি মোর্শেদা খানম লিপিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিনের উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।