নিজস্ব প্রতিবেদকঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এড. সোহানা তাহামিনা গণসংযোগ করেছেন। ৭ ই নভেম্বর মঙ্গলবার লৌহজং উপজেলার নাগেরহাট বাজার ও মালিরঅংক বাজার দিনব্যাপী গণসংযোগ করেন তিনি। সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মুন্সীগঞ্জ খবরের সম্পাদক এড. সোহানা তাহামিনা সফর সঙ্গী ছিলেন কনকসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, ৫নং ওয়ার্ড সভাপতি ইকবাল খালেক শেখ। ৬নং সভাপতি সুলিল সরকার। আওয়ামী নেতা সবজল শিকদার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মনোনয়ন প্রত্যাশী এড. সোহানা তাহামিনা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছে। দেশের মানুষকে আগলে রেখেছেন। সুখে দুঃখে মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবেন। প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে আপনাদের সেবা করতে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের নৌকার মাঝি হতে চাই। আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।
আপনার মতামত লিখুন :