শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ ইসলামপুরের যোগিনীঘাট থেকে ২০০ পিছ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে বেলা ১২ টা থেকে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে বিকেল পৌনে চারটায় মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ ইসলামপুরের যোগিনী ঘাট গ্রাম থেকে ২০০ পিছ ইয়াবাসহ মোঃ মনির হোসেন মন্টু (৫০) পিতা-মৃত শওকত বেপারী এবং তার স্ত্রী সেলিনা বেগম (৩৫), স্বামী মনির হোসেন মন্টুকে গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এক প্রেস ব্রিফিং এ জানান মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে ব্রিফিংয়ে।