নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৭০কেজি জাটকাসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত লৌহজং উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে কথা বললে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা ধরার দায়ে চারজনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ১লক্ষ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম।তিনি আরো বলেন এই অভিযান ৩০ জুন ২০২৪ ইং তারিখ পর্যন্ত আব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :