• ঢাকা
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক মানুষের ঢল


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন / ৫৫
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদকঃ স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ ফয়সাল বিপ্লবের উঠান বৈঠক মানুষের ঢল নেমেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ তথা সদর ও গজারিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার প্রতীক (কাঁচি) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শিলই ইউনিয়নের জনু মৃধার বাজার সংলগ্ন একটি মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ মৃধার আয়োজনে উঠান বৈঠকটি মহুতেই লোকে লোকারন্য হয়ে যায়। আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্থারের মানুষ এতে অংশ নেন।

নিজের পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের কাঁচি প্রতীকে ভোট প্রর্থনা করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিফ সিকিউরিটিগার্ড আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর বড়ছেলে সদ্যপদত্যাগ কৃত পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মোঃ ফয়সাল বিপ্লব।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বেপারীর সভাপতিত্বে এছাড়াও উঠান বৈঠক আরো বক্তব্য রাখেন,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আফসার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামসুল কবির মাস্টার,জেলা পরিষদ সদস্য মোঃ আখতারুজ্জামান জীবন,শিলই ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ মৃধা,মোল্লা কান্দি ইউপি চেয়ারম্যান মোঃ রিপান পাটোয়ারী, শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হাশেম লিটন,সাবেক চেয়ারম্যান সাঈদ বেপারী সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দিন ফারুক সহ শিলই ইউনিয়ন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্থরের সাধারণ মানুষ উপস্থিতি ছিলেন। এর আগে তিনি ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক অংশ নেন।