• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জে শেষ হলো জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ১২:৪২ অপরাহ্ন / ৫৮
মুন্সিগঞ্জে শেষ হলো জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচি

রু‌বেল মাদবর, মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে আলোচনা সভা, শোক রেলি ও বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সমাপ্ত হয়। বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডাকবাংলো এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধা নিবেদন করে। পরে সেখানে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শহরে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, মীরকাদিম পৌর মেয়র হাজী আব্দুস সালাম, জেলা পরিষদ সদস্য ও মহিলা লীগ নেত্রী মোরশেদা আক্তার লিপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আল মাহমুদ বাবু,জেলা যুবলীগ নেতা হাজী জালাল উদ্দিন রুমি রাজন, আধারা ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, মুন্সিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ পৌর কাউন্সিলর
মোঃ মকবুল হোসেন,কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আপন দাস,পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান, জেলা তরুল লীগ সভাপতি মৃদুল দেওয়ান,আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুজ্জামান শরীফ,শেখ মনিরুজ্জামান রিপন,নারী নেত্রী জেসমিন আক্তার জুই সহ জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদ নির্বাচনে দলী মনোনয়ন পাবেন এমন আশাব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যতই ষড়যন্ত্রে লিপ্ত থাকেন না কেন দল আমলনামা দেখে মনোনয়ন দিবেন। তাই ষড়যন্ত্র করে কোন লাভ নেই।

এছাড়াও তিনি বলেন,দলের মধ্যে বিভাজন তৈরি করে কোন লাভ হবে না আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে কাজ করে যাই । না হলে বিএনপি-জামায়েত সন্ত্রাসী ও নৈরাজ্যের কারণে আওয়ামী লীগ ও সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তাই বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও জ্বালাও পোড়াও কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। যাতে করে কোনভাবেই এই সন্ত্রাসী দল গুলো রাজপথ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

উল্লেখ্য পহেলা আগস্ট মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ছাড়াও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে জেলা তরুণ লীগ সভাপতি মৃদুল দেওয়ান