• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজং মেদিনীমণ্ডলের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খানের ইন্তেকাল


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন / ৮৫
মুন্সিগঞ্জের লৌহজং মেদিনীমণ্ডলের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের সম্ভ্রান্ত খাঁন বাড়ির খান বংশের সন্তান আবদুল মতিন খান আপেল (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৬ শে জানুয়ারী শুক্রবার রাত ৩টা ৪০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আবদুল মতিন খাঁন স্থানীয়ভাবে আপেল মেম্বার হিসেবে সমধিক পরিচিত ছিলেন। তিনি স্ত্রী, একমাত্র সন্তান লৌহজং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খাঁন রিকুসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাদ জুমা খানবাড়ি মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আবদুল মতিন খান আপেল, বীর প্রতীক সাবেক সংসদ সদস্য উইং কমান্ডার এম হামিদুল্লাহ খাঁন (অব:) ও দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্যাহ খান মাসুদের চাচাতো ভাই।

আবদুল মতিন খানের মৃত্যুতে, লৌহজং উপজেলা প্রশাসন, লৌহজং থানা, লৌহজংয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা এইচএম রেজাউল করিম তুহিন। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জের খবর সম্পাদক সোহানা তাহমিনা, গ্রামনগর বার্তার প্রকাশক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান, সম্পাদক অলক কুমার মিত্র, লৌহজং প্রেস ক্লাব সহ উপজেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শোক জানিয়েছেন।