
মতিউর রহমান রিয়াদ, লৌহজং, মুন্সিগঞ্জঃ শনিবার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের মধ্য কলমা গ্রামে শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল ফেরদৌস ছোয়া মনি (১৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লৌহজং থানা পুলিশ।
নিহত নারীর ভাইয়ের সাথে কথা বললে ঘটনার বিবরণে জানা যায় ২৬ দিন আগে ছোয়া মনি (১৮) একই গ্রামের মনির শেখের পুত্র, মুন্না (২৩) নামের এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। পালিয়ে যাওয়ার কারণে রাগ অভিমান করে আমরা বোনের সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই।
বিয়ের পর থেকেই লোকমুখে জানতে পারি যৌতুকের জন্য আমার বোনকে নির্যাতন করা হচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে আমার বোন বাবাকে ফোন দিলে কাজের ব্যস্ততায় বাবা ফোন ধরতে পারে নাই। বিকেল ৩টার দিকে আমাদের কাছে খবর আসে আমার বোন আত্মহত্যা করেছে। নিহতের ভাই মারুফ খান কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বোনকে হত্যা করা হয়েছে আমরা এর বিচার চাই।
লৌহজং থানা অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, ভিকটিমের লাশ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত ছোয়া মনি কলমার ডঙ্গুরকান্দি গ্রামের রতন খানের কন্যা।
আপনার মতামত লিখুন :