নিজস্ব প্রতিবেদকঃ কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি ২০২৩/২৪ মৌসুমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ ব্লক (৫০ একর) প্রদর্শনীর চারা রোপণের শুভ উদ্বোধন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আয়োজনে মঙ্গলবার ১২ টার সময় লৌহজং প্রস্তাবিত মিনি স্টেডিয়াম মাঠে আলোচনা সভা শেষে অটোমেটিক মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়েছে । এতে করে ধান চাষে কৃষকের বাড়তি ঝামেলা আর থাকছে না। এই মেশিন দিয়ে ঘন্টায় এক বিঘা জমিতে ধানের চারা রোপন করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।লৌহজং উপজেলার চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কৃষিবিদ অফিসার ডিএই, এবিএম ওয়াহিদুল রহমান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদসহ কৃষক ও মিডিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :