মতিউর রহমান রিয়াদ, লৌহজং, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগের ১৫ ই আগস্ট উপলক্ষে শোক র্যালী করেছে আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠন দলগুলো।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গন থেকে শোক র্যালী বের করা হয়। এরপর উপজেলার প্রধান সড়ক দিয়ে প্রদশর্ন শেষে বেজগাঁও মালির অংক বাজার মোরে গিয়ে শেষ হয় শোক র্যালীটি।
এর আগে কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা এরপর মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
এসময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী, বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ মো. আনোয়ার, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহম্মেদ পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, নিপু ফকির, আবু নাসের রতন, প্রমুখ।
আপনার মতামত লিখুন :