নিজস্ব প্রতিবেদক, লৌহজং, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে অবস্থিত হাট নওপাড়া বাজারের মীম প্লাজায় অবস্থিত শুক্রবার রংধনু গ্যালারীর এক ব্যাতিক্রমধর্মী লটারির ফলাফল ঘোষণা হয়েছে। রংধনু গ্যালারী গত এক মাসে ১ হাজার টাকা বিক্রয়ের উপর ৮১ জনকে কুপন দেয়া হয়। সেই কূপন থেকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়।
১ম পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন নওপাড়া গ্রামের ইমরান শেখ। প্রথম পুরস্কার হিসেবে ছিল ১টি ৫ লিটার সয়াবিন তেল। ২য় পুরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন কাননীসার গ্রামের ময়না দাস। ২য় পুরস্কার হিসেবে ছিল ১টি ৩ লিটার সয়াবিন তেল। ৩য় পূরস্কার পেয়ে বিজয়ী হয়েছেন নওপাড়া গ্রামের আতাউর রহমান ঢালী। ৩য় পুরস্কার হিসেবে ছিল ১টি ২ লিটার সয়াবিন তেল। এছাড়াও সর্বাধিক পণ্য ক্রয় করার জন্য নান্দনিক পুরস্কার পেয়েছেন তন্তর গ্রামের মো. জসিম শেখ। নান্দনিক পুরস্কার হিসেবে ছিল ১টি ১৬ প্যাকেট মি: নুডুলস। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মীম প্লাজা মার্কেটের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নুর ইসলাম হাওলাদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক তাজুল ইসলাম রাকিব। জসিম বেপারী। আরিফ হোসেন মিন্টু। রিপন মোল্লা।
স্বপন সিকদার। রফিকুল ইসলাম প্রমুখ।
রংধনু গ্যালারীর কর্ণধার মোজাম্মেল হক মাষ্টার জানান, লৌহজংয়ে একমাত্র রংধনু গ্যালারীতে কেনাকাটার উপর ১০% ডিসকাউন্ট সহ প্রতিমাসে কুপনের মাধ্যমে ৩ জন কে পুরস্কার দেয়া হয়।
আপনার মতামত লিখুন :