• ঢাকা
  • বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:১৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ন / ২৬
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলন

মতিউর রহমান রিয়াদ, লৌহজং, মুন্সিগঞ্জঃ দেশের ছিন্নমূল অসহায় ভূমিহীন ও গৃহহীনদের পুর্নবাসনের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গৃহহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হবে। আগামী ৯ আগস্ট বুধবার সকালে উপজেলা কলমায় ১১টি ও মেদিনীমণ্ডলে ৪টি ঘর হস্তান্তর করবেন উপজেলা প্রশাসন। ওই দিন সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাঝে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এতে মুন্সীগঞ্জ জেলার বরাদ্ধকৃত ২৮২টি ঘরের মধ্যে অবশিষ্ট ৭০টি ঘরের প্রদান করবেন। সে সাথে লৌহজংয়ে ১৫টি জমিসহ ঘর দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার, উপজেলা পল্লী বিদ্যুৎতের ডিজিএম নিশীথ কুমার কর্মকার, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা কামরুল ইসলাম, বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাবেক সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক আসাদউজ্জামান, সাংবাদিক মতিউর রহমান রিয়াদ ও শেখ মোঃ সোহেল রানা প্রমুখ।