
নিজস্ব প্রতিবেদক, লৌহজং, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শাহাদত বরণকারীদের স্মরণে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, কাঙালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। ইউএনও মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, এসিল্যান্ড ইলিয়াস শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে উপজেলার শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউএনও মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীর সঞ্চালনায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর আলী বাদল, বীর মুক্তিযোদ্ধা ড. মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
আপনার মতামত লিখুন :