• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীরপাড় থেকে মানুষের কংকাল উদ্ধার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ১১:১৭ অপরাহ্ন / ৪৯
মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীরপাড় থেকে মানুষের কংকাল উদ্ধার

মতিউর রহমান রিয়াদঃ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার (লৌহজং-তেউটিয়া) ইউনিয়নের পশ্চিম বড়নওপাড়া (রাতগাঁও) গ্ৰামের জাপনি নুর মোহাম্মদ এর বাড়ির সামনের পদ্মা নদীর পারে মাটি চাপা অবস্থায় মানুষের কংকাল উদ্ধার করা হয়েছে। ২৯শে ডিসেম্বর শুক্রবার সন্ধা সারে ৬টার সময় কংকালের মাথার খুলি দেখতে পেয়ে এলাকায় বাসী লৌহজং থানায় খবর দেয়। লৌহজং থানা খবর পেয়ে পুলিশ এসে মাটি খুড়ে মানুষের কঙ্কালের মাথা,পাজর , হাত ও পায়ের হাড় বের করে কংকালটি দ্রুত উদ্ধার করেন।

এলাকাবাসীর সাথে কথা বললে মো. শাকিল শেখ বলেন, আমরা ঘটনা জানতে পেরে লৌহজং থানাকে অবগত করি।

লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন এর নেতৃত্বে এস আই মোস্তফা কামাল, সঙ্গীয় ফোর্স নিয়ে, সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাওয়া নৌপুলিশ এর সাথে যোগাযোগ করলে, মাওয়া নৌপুলিশ স্টেশন এর উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি নদীকেন্দ্রিক হওয়াতে কঙ্কালটি নিজেদের জিম্বায় নেন ।

মাওয়া নৌপুলিশ স্টেশনের উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে মানুষের কিছু হারগোর (কংকাল) উদ্ধার করে নিয়ে আসি‌।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আইনঅনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।