• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা থেকে কারেন্ট জাল জব্দ


প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৩, ১০:০৩ অপরাহ্ন / ১০৬
মুন্সিগঞ্জের লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা থেকে কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, লৌহজং,  মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা হাট থেকে আনুমানিক ২০০ টি তৈরিকৃত কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার হাটের সময় অভিযানে কারেন্ট জাল আটক করে তা বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন লৌহজং তেউটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মোল্লা।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল বলেন ২০০ টি তৈরিকৃত কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।অবৈধ জাল বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। তবে, একজন জাল বিক্রেতার বাবা ঘটনাস্থলে এসে বাক বিতন্ডার চেষ্টা করলে তাকেসহ আরেকজনকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদেরকে মুচলেকা নিয়ে অবমুক্ত করা হয়। গোয়ালীমান্দা হাটে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।