
নিজস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জঃ সম্প্রতি যশলং ইউনিয়নে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় হাবিব যুবায়ের সরকারী প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যশলং ইউপি চেয়ারম্যান জনাব মো: ইসমাইল হোসেন বাবু । হাবিব যুবায়ের সরকারী প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআলী হোসেন মিঞা র সভাপত্ত্বিতে
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন পুরা সারকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ ,বয়হাল সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা সুলতানা,সহকারী শিক্ষক মোঃসামছুল আলম ,হুমায়ন কবির ,মোঃতুষার হোসেন, চাপ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা আক্তার ,ছোট কেওয়ার সরকারী প্রঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমরুল কবির
ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআবু হানিফ , সেরাজাবাদ সরকারী প্রাঃবিদ্যালের প্রধান শিক্ষক মোঃআঃগনি মোল্লা , সহকারী শিক্ষক আনিয়া আফরোজ ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ্যালের সহকারী শিক্ষক মোঃজনি হোসেন ,স্হানীয় সাংবাদিক মোঃলিটন মাহমুদ ।
ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সম্পন্নে (১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ) দায়িত্ব পালন করেন। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যশলং নগর ইউনিয়নের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবক উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
আপনার মতামত লিখুন :