• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নবাগত শিক্ষক‌কে ফুল‌দি‌য়ে বরন ক‌রে নি‌লেন বিদ‌্যাল‌য়ের ছাত্রছাত্রীরা


প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৩, ১:১৫ অপরাহ্ন / ৬৪
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে নবাগত শিক্ষক‌কে ফুল‌দি‌য়ে বরন ক‌রে নি‌লেন বিদ‌্যাল‌য়ের ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউ‌নিয়‌নের বায়হাল সরকারী প্রাথমিক  বিদ‌্যাল‌য়ে নতুন শিক্ষককে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করলেন বায়হাল সরকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের ছাত্র/ছাত্রী বৃন্দ। মঙ্গলবার দুপুর ১২ঘ‌টিকায় বিদ‌্যালয়‌ের হল রু‌মে এ বরণ অনুষ্ঠিত হয়।

নবাগত শিক্ষক বরন অনুষ্টান‌টি সভাপতিত্ব করেন বায়হার সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রবীন শিক্ষক সামছুল আলম এবং প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্হিত ছি‌লেন বায়হার সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌বিয়া সুলতানা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ‌্যালয়‌ে দাত‌া পরিষ‌দের সহ সভাপ‌তি মোঃহা‌বিবুর রহমান মৃধা ,স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ ,শিক্ষক হুমায়ন ক‌বির ,শিক্ষক তুষার আহম্ম‌েদ সহ অ‌ভিবাবক এলাকার গন‌্যমান‌্য ব‌্যাক্ত‌িবর্গ ।