• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করলেন শার্শার নবাগত ইউএনও


প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ন / ১৬৬
মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করলেন শার্শার নবাগত ইউএনও

খোরশেদ আলমঃ শার্শা উপজেলার নবাগত ইউএনও (নির্বাহী অফিসার) জনাব নারায়ণ চন্দ্র পাল- এর সাথে বীর মুক্তিযোদ্ধাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল রবিবার সকালে শার্শা উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশাসন সভা কক্ষে, নবাগত ইউএনও (নির্বাহী অফিসার) জনাব নারায়ণ চন্দ্র পাল- এর সাথে প্রথম পর্যায়ের মত বিনিময় সভা করেন, বীর মুক্তিযোদ্ধাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজসেবক সহ উক্ত উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণেরা।

সকালে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার রাসনা শারমিন মিথি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, শার্শা উপজেলা প্রকৌশলী এস,এম মামুন, শার্শা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান, শার্শা উপজেলা আইসিটি (তথ্য) অফিসার মোঃ আহসান কবির, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি এর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল সহ এসময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

সহ এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সদরের ১০ নং ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, ২ নং লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ৩ নং বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, ৪ নং বেনাপোল ইউপি) চেয়ারম্যান বজলুর রহমান, ৫ নং পুটখালি ইউপি চেয়ারম্যান আঃ গফ্ফার সরদার, ৬ নং গোগা ইউপি চেয়ারম্যান তবিরর রহমান, ৭ নং কায়বা ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন, ৮ নং বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক, ৯ নং উলাশী ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ১১ নং নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা।

এছাড়াও জানা গেছে বিকালে, মুক্তিযোদ্ধাগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও। এদিন উপস্থিতগণ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও মহোদয়ের সাথে।