নিজস্ব প্রতিবেদকঃ দর্শকের মনে বরাবরই জায়গা করে নিচ্ছে তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা মামুন নুর তুষার। গত বছর তার নির্মিত কাজের মধ্যে দিয়ে বেশ আলোচনায় ছিলেন এই পরিচালক। এই ধারাবাহিকতায় নতুন বছরে ভিন্ন এক চমক দিয়ে ২০২৩ইং এর যাত্রা শুরু করছেন তুষার। আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় “প্রিয় অফিসিয়াল” ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মামুন নুর তুষার’র নির্মিত শর্ট ফিল্ম “আড়াল”।
এই শর্ট ফিল্মের গল্প লেখার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ইউটিউবার প্রিয় আহম্মেদ। এতে আরো অভিনয় করতে দেখা যাবে পুতুল জাহান পরী এবং সাজিয়া ইলিয়াসকে।
শর্ট ফিল্মটির ব্যাপারে মামুন নূর তুষার জানান, এটি মূলত একটি ভালোবাসার গল্প। মানুষ তার প্রিয় মানুষের কাছে কষ্ট পেয়ে কেন আত্বহত্যা করে? আর এই আত্বহত্যাই কি সব কিছুর সমাধান !! জানতে এবং বুজতে হলে পুরো শর্ট ফিল্ম টি দেখাতে হবে।
উল্লেখ ইতিপূর্বে তুষার’র নির্মিত ভালোবাসি তোমায়, প্রাক্তণ, দিয়া, দূর্রত সহ আরো অনেক শর্ট ফিল্ম দর্শক মহলে বেশ প্রসংশা কুড়িয়েছেন।
আপনার মতামত লিখুন :