• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ভাটামালিকদের দাপটে অসহায় কৃষক, পোড়ানো হচ্ছে গাছপালা


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২১, ১:৩১ অপরাহ্ন / ১২৮
মাদারীপুরে ভাটামালিকদের দাপটে অসহায় কৃষক, পোড়ানো হচ্ছে গাছপালা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নিয়ম না মেনেই ইট ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। পাশাপাশি কৌশলে ফসলি জমির মাটি ভাটাগুলোতে ব্যবহার করায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। দীর্ঘদিনেও প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ পরিবেশবিদরা। ভাটাগুলোর এমন কার্যক্রম নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন ইটভাটা মালিকরা। যদিও জেলা প্রশাসন বলছে, আইন না মানলে নেয়া হবে ব্যবস্থা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকায় কয়েকবছর ধরে গড়ে উঠছে মেসার্স বেপারী ব্রিকস্ নামের একটি ইটভাটা। যেখানে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার করার কথা সেখানে ভাটার ভেতর স’মিল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ ও গাছপালা। শুধু বেপারী ব্রিকস্‌’ই নয়, এর সাথে জেএসবি, এমএমবি, এমআরকে ব্রিকসহ জেলার বেশ কিছু ইটভাটায় সরকারি আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে দেদারছে কাঠ পোড়ানো হচ্ছে। এসব অধিকাংশ ইটভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। ঘনবসতির তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ নিষিদ্ধ থাকলেও মানছেন না কেউ। ভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় মামলা আর হামলার ভয়ে মুখ খুলতে চান না এলাকাবাসী।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একাধিকবার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কোন লাভ নেই। প্রশাসনকে ম্যানেজ করেই ইটভাটা চলছে বছরের পর বছর ধরে। প্রশাসন থেকে শুধু আশ্বাসই মেলে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান চলে, পরে আবারও ইটভাটাগুলোতে শুরু হয় নিয়মিত কার্যক্রম। এতে অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

মাদারীপুর পরিবেশ উন্নয়ন কমিটির আহবায়ক ড. বশির আহম্মদ বলেন, মূলত ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন তাদের কাছে যেতে চায় না। গেলেও দুই-একটি ছোটখাট অভিযান পরিচালনা করে আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়। এতে আবারও একই কাজ করেন ইটভাটার মালিকরা। তারা কৌশলে ইটভাটার পাশে থাকা কৃষককের ফসলি জমির মাটি ইট পোড়ানোর কাজে ব্যবহার করেন। এক কথায় বলা যায়, কৃষকদের জিম্মি করে ফসলি জমি ব্যবহার করেন তারা। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বেশকিছু ইটভাটায় প্রশাসনের নাকের ডগায় বসে কাঠ ও গাছপালা পোড়ানো হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ হুমকিতে পড়বে।

মাদারীপুরের স্থানীয় পরিবেশভিত্তিক সংগঠন ফ্রেন্ডস অভ নেচার এর নির্বাহী পরিচালক রাজন মাহমুদ বলেন, মাদারীপুরে পরিবেশ অধিদপ্তরের কোনো অফিস না থাকায় জেলার ছোটবড় মিলিয়ে অর্ধশত ইটভাটা নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসন। তাদের উচিত নিয়ম মেনে ইটভাটা পরিচালনার সুযোগ করে দেয়া। যারা নিয়ম না মানবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোন ইটভাটায় কাট পোড়ানোর সুযোগ দেয়া হবে না।