
নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা মারধরের ঘটনাকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
শনিবার রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। এঘটনায় বিস্ফোরক ও মাদকদ্রব্য সহ একাধিক মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফ মীরের স্ত্রী জরিনা বেগম ও তার ছেলে জিহাদ আহত হয়।
স্থানীয়দের অভিযোগ মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে দ্বন্দ্বের ঘটনাকে রাজনৈতিক মতবিরোধ সহিংসতার রুপ দিয়ে একটি পক্ষ সুবিদা নেয়ার চেষ্টা করছে।
স্খানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে শনিবার রাতে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি বিস্ফোরক ও মাদকদ্রব্য সহ একাধিক মামলার আসামী শরিফ মীরের স্ত্রী জরিনা বেগম ও তার ছেলেকে মারধর করে দুর্বৃত্তরা। সে ঘটনাকে একটি পক্ষ রাজনৈতিক ভাবে ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে। বিষয়টিকে আধিপত্যের দ্বন্দ্ব হিসাবে উপস্থাপন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মারামারির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল আলম বলেন, বিষয়টি নিযে তদন্ত করে দেখা হবে।
আপনার মতামত লিখুন :