• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

মাদক বিরোধী শ্লোগান নিয়ে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন / ১৮৩
মাদক বিরোধী শ্লোগান নিয়ে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ মাদক ছাড়ো ‘ মাঠে চলো এই শ্লোগান নিয়ে মুন্সীগঞ্জে এস পি এল ডিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নের মৃধা বাড়ি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে চর বেশনাল কিং স্টার ও শিলই টিম বুলেটের মধ্যে সমতা হলে ট্রাইবেকারের মাধ্যমে শিলই টিম বুলেটকে ২-১ গোলে পরাজিত করে চর বেশনাল কিং স্টার চ্যাম্পিয়ন হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জয়ী ও পরাজিতদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন শিলই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মৃধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলই ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এবং শিলই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিলই ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ সুমন মৃধার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক আবু বক্কর আকাশ, হাই ইসলাম দেওয়ান, ইব্রাহিম সরদার, মনির শিকদার, মর্তুজা মৃধা, নবীল মৃধা, রফিকুল মৃধা,রাশেদ শিকদার,রুবেল শিকদার, স্বপন শাহ আসাদ বেপারী, জহির মোল্লা, আহমেদ সজীব,সোহাগ দেওয়ান,

এছাড়াও টুর্নামেন্ট পরিচালনায় ও আয়োজন ক‌রেন বিল্লাল শিকদার, মহিউদ্দিন দেওয়ান, মঞ্জিল বেপারী, জব্বার মৃধা, রহিম দেওয়ান, সুজন, রোমান, রাহাত, সাগর, ইয়াসিন প্রমুখ