নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জঃ তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাঁচাতে,ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে,মুন্সিগঞ্জের চরাঞ্চলে মানববন্ধন ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় গ্রামবাসী।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া বাজারে সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এতে অংশনেয়,স্থানীয় কয়েক শতাধিক মানুষ।
ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তদের অভিযোগ,দীর্ঘদিন যাবত চরাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাবে, গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য,এতে বিপথগামী হয়ে মাদকাসক্ত হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। ফলে বিভিন্ন পরিবারে দেখা দিয়েছে অভাব অনটন।
শীঘ্রই চরাঞ্চলে মাদক বিক্রির সাথে জড়িতদের, আইনের আওতায়েন আনা না হলে,বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয় কর্মসূচি থেকে।
পরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলবের করেন স্থানীয়রা,এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি শরীফ মীর ও জরিনা বেগমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়।