• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

মাগুরায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ১:৪২ অপরাহ্ন / ৪৮
মাগুরায় উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরায় তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্বুদ্ধকরণ কর্মশালা প্রশিক্ষন ভাতার চেক বিতরণ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তৃনমুল প্রকল্পের প্রশিক্ষন কর্মকর্তা বি এম টুটুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গচন্দ্র মন্ডল।

সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার শ্রীপুর উপজেলা সংগঠক হুমায়ূন বিশ্বাস, সাদিয়া তাসনীম দোলা, মোছাঃ শামীমা সুলতানা,  জান্নাতুল ফেরদৌসসহ অন্যরা। অনুষ্ঠানে ৫০জন বিজনেজ ম্যানেজমেন্ট এ্যান্ড ই কমার্স এর প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।

এ সময় সাড়ে তিনশতাধিক মহিলা প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাসহ সাংবাদিক, উপজেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।