নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের ঢাকা জর্জকোর্টের আইনজীবী এ্যাড. খান কামাল হোসেন ও তারই বড় ভাই দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলাউদ্দিনের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় দুষ্কৃতকারীরা আইনজীবীর বসতবাড়ির সংলগ্ন ক্রয়কৃত ২৪ শতক জমিসহ তার বসত বাড়ির আংশিক জোরপূর্বক দখল করে বিশাল টিনের বেড়া সরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।সরেজমিন গিয়ে দেখা যায় এ জায়গায় আইনজীবির একটি গরুর ফার্ম রয়েছে যেখানে তার ১০টি গরু আছে।জমি জোর দখলের কারনে গরুগুলি দেখভালে পরিবারটি খুবই কষ্টের মধ্যে ও আতংকে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী দুই পরিবারের অভিযোগ সরকার পতনের পর ৮ আগস্ট পিকুল শেখের নেতৃত্বে জিয়া, মুক্ত, আনিচ, রউফ, পলাশসহ ১৫ থেকে ২০ জন আমাদের বাড়িঘর ভাঙচুর করে। জমিতে থাকা সবজি গাছ কেটে দেয়৷ টিনের বেড়া তুলে দিয়ে সেখানে জোরপূর্বক ঘর তুলে নিয়েছে। এ সময় দ্বারিয়াপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আইনজীবির বড় ভাই আলাউদ্দিনের বসতবাড়ির জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে ও বসতবাড়িতে ভাঙচুর করে।
হামলার বিষয়টি পুলিশে অবহিত করা হলেও পুলিশের কর্মবিরতি চলার কারণে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তারা হতাশায় ভুগছেন।
আপনার মতামত লিখুন :