• ঢাকা
  • শুক্রবার, ১৩ Jun ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুর চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জিনাত সুলতানা


প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ৬:২৯ অপরাহ্ন / ৩৮৮
মাগুরার শ্রীপুর চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জিনাত সুলতানা

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরা জেলা  শ্রীপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ চর মহেশপুর মাধ্যমিক  বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবিকা জনাব জিনাত সুলতানা।

গত ৩ জুন ২০২৫ খ্রিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

অ্যাডহক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার বিশ্বাস, সাধারণ শিক্ষক সদস্য বাবুল কুমার বিশ্বাস, অভিভাবক সদস্য মো. মাসুদ মোল্যা।

চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জিনাত সুলতানা বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো, এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ স্থানীয় সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করছি।

জিনাত সুলতানা বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পাওয়ায় স্থানীয় লোকজন সহ ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন বাসীরা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।