• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে সাংবাদিকের বসত বাড়িসহ অন্তত ১০ টি বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন / ২০
মাগুরার শ্রীপুরে সাংবাদিকের বসত বাড়িসহ অন্তত ১০ টি বাড়ি ভাঙচুর : অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ সরকার পতনের সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের এক সাংবাদিকের বসত বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও স্পন্দন পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন দুপুরে দরিবিলা গ্রামের আজম মিয়া, হেমায়েত, রবিউল ইসলাম, মাহবুবসহ একদল দুষ্কৃতকারী সাংবাদিক মহসিন মোল্যার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তার চাচাতো ভাই তুহিন মোল্যা, মিলন মোল্যা ও ফুফাতো ভাই আয়ুব বিশ্বাস, জামাল বিশ্বাসের বাড়িতে আগুন দিয়ে পুঁড়িয়ে দেয়। এছাড়া দুষ্কৃতকারীরা ছিয়াকত, শরিফুল ইসলামের বসতবাড়ি ও লিমন মোল্যার দোকানে ব্যাপক ভাঙচুর চালায়।

এ বিষয়টি শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটিকে জানালে তিনি আইনগত সহায়তা গ্রহনের পরামর্শ দেন ভুক্তভোগী পরিবার গুলোকে।

হামলার বিষয়টি পুলিশে অবহিত করা হলেও পুলিশের কর্মবিরতি চলার কারণে কোন প্রকার আইনি সহায়তা না পেয়ে তারা হতাশায় ভুগছে।