
নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে আনন্দ কুমার (৩৫) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বালিয়াঘাটা গ্রামে বাড়ির পাশে আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বালিয়াঘাটা গ্রামে গৌর চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা, সোমবার সকালে বালিয়াঘাটা গ্রামের লোকজন স্থানীয় একটি আম বাগানে আমগাছে ঝুলন্ত একটি মরদেহ দেখতে পায়। পরে তার শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় লোকজন আরো জানান, আনন্দ একজন মানসিক প্রতিবন্ধী ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, আমরা মরদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :