• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বাঁশ কাটার অভিযোগ 


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৪, ২:৩৭ অপরাহ্ন / ১২
মাগুরার শ্রীপুরে বাঁশ কাটার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে আমির আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাঁশ কাটার অভিযোগ তুলেছেন প্রতিবেশী মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তি। উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরচাকদা গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী মো. আজিজুর রহমান জানান, প্রতিবেশী আমির আলী শৈলকূপা বিজলিয়া গ্রামে বসবাস করতেন। সেখানে নানান অপকর্মে লিপ্ত থাকায় এলাকা থেকে তাকে বিতাড়িত করেন স্থানীয়রা। এখানে বাড়ি করার পর থেকে আমিসহ অনেকেই তার যন্ত্রনায় অতিষ্ঠ। আমাকে না জানিয়ে আমার বাঁশ ঝাড়ের প্রায় ২০ টা বাঁশ কেটে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ বিষয় আমির আলীর ছেলে নুর ইসলাম জানান, আমাদের ঘরের উপর আসা বাঁশগুলো কেটে দিতে বলেছিলাম। কিন্তু তারা কেটে না দেওয়ায় আমরা বাঁশগুলো কেটে দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইদ্রিস আলী জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি৷ অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।