• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা শীর্ষক কর্মশাল’ অনুষ্ঠিত 


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন / ১৭
মাগুরার শ্রীপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা শীর্ষক কর্মশাল’ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে ‘তারুণ্যের ভাবনায় আগামীর ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনার কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৫ সদস্যের তরুণ ও তরুণী দল তাদের তারুণ্যের ভাবনার সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ।